ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস জানায়, বৃহস্পতিবার যে তিনজন মারা গেছেন, তাঁরা হামাসের সদস্য। তাঁরা হলেন হাসান কাতনানু, মোয়াজ আল-মাসারি ও ইব্রাহিম জাবের।
ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থি সংগঠনটি এক বিবৃতিতে জেরিকোর কাছে হামলার দায় স্বীকার করেছে। পাশাপাশি গতকাল নিহত হওয়া তিনজন সম্পর্কে বলেছে, নাবলুস শহরে প্রতিরোধ সংগঠনের তিন বীর হত্যার শিকার হয়েছেন। তিনজনের জানাজা অনুষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে নাবলুসের রাজনৈতিক দলগুলো সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয়।