04/23/2025 গুজরাটের কাছে রাজস্থানের অসহায় আত্নসমর্পণ
স্পোর্ট ডেস্ক
৬ মে ২০২৩ ১৭:৫৭
দুই আফগান লেগ স্পিনারের কোনো জবাবই যেন ছিল না রাজস্থানের কাছে। রশিদ খান তো বটেই, তরুণ নূর আহমেদকেও পারেনি তারা সামলে উঠতে। সুবাদে পুরো ২০ ওভারও খেলতে পারেনি রাজস্থান, ১৭.৫ ওভারে ১১৮ রানেই তারা গুটিয়ে গেছে। ১১৯ রানের ছোট লক্ষ্য ৩৭ বল বাকি থাকতেই পাড়ি দেয় গুজরাট, ম্যাচটা জিতে নেয় ৯ উইকেটে।
৯৬ রানেই ৮ উইকেট হারানো রাজস্থান পরের ২২ রান করে ট্রেন্ট বোল্ট ও এডাম জাম্পার কল্যাণে। বোল্ট ১১ বলে ১৫ ও জাম্পা করেন ৭ রান। ১১৮ রানেই অলআউট হয় রাজস্থান।
১১৯ রান তাড়া করতে নেমে গুজরাটের উদ্বোধনী জুটিই জয়ের লক্ষ্যে দলকে এগিয়ে দেয়। শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার এই জুটি থেকেই আসে ৭১ রান। ৯.৪ ওভারের মাথায় যুবেন্দ্র চাহালের বলে স্টাম্পিং হয়ে গিল আউট হন ৩৫ বলে ৩৬ রান করে।
তবে তিনে নেমে দ্রুত রান তুলে দলকে দ্রুত জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই জয়ে সেরা চারের দৌঁড়ে আরো এগিয়ে গেল গুজরাট। এই মুহূর্তে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ১০ ম্যাচের ৭টিতেই জিতেছে হার্দিকের দল।