04/21/2025 বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান অষ্টম
অনলাইন ডেস্ক
৬ মে ২০২৩ ১৮:৫৬
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান আজ অষ্টম। শনিবার সকাল ৮টা ৩৮মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোরে ঢাকা ১১৮ পয়েন্ট নিয়ে এ অবস্থানে ছিল।
এ স্কোর অনুযায়ী শহরের বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। যদিও গতকাল শুক্রবার এ তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৬তম, আর স্কোর ছিল ৯১।
এদিকে ২৫৬ স্কোর নিয়ে আজ বিশ্বে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। চতুর্থ স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো, তার স্কোর ১৫২। পঞ্চমে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার, স্কোর ১৩৯।