04/23/2025 রিয়ালকে গুঁড়িয়ে দেবে ম্যানসিটি : রুনি
স্পোর্ট ডেস্ক
৮ মে ২০২৩ ২১:২২
শনিবার রাতে কোপা দেল রের ২০তম শিরোপা জিতলেও আত্নতৃপ্তিতে থাকার সুযোগ নেই কার্লো আনচেলত্তির শিষ্যদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসে লেখা এক কলামে রুনি লিখেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে শুধু হারাবেই না ম্যানচেস্টার সিটি, স্রেফ গুঁড়িয়ে দেবে। অবশ্যই আমি ভুল হতে পারি। তবে আমার কেবল মনে হচ্ছে, সিটি খুবই ভালো, তারা অন্য লেভেলের ফুটবল খেলছে।’
ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক তারকা আরো লিখেন, ‘এক বছর আগে, এই পর্যায় থেকে সিটিকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল মাদ্রিদ। তবে পরিস্থিতি এখন ভিন্ন। রক্ষণে সিটি আগের চেয়ে ভালো, আর বেশি ধৈর্যশীল দল। এমনভাবে খেলছে যেন পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে তারা।