05/14/2025 ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩
অনলাইন ডেস্ক
৮ মে ২০২৩ ২১:৩৬
ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে । এতে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হতাহত সবাই গ্রামবাসী।
অবশ্য বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পারায় তিনি নিরাপদে আছেন। সোমবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের হনুমানগড়ে একটি বাড়িতে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।