05/14/2025 স্কুলে দুর্গন্ধ ছড়িয়ে পরায় হাসপাতালে ৬ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
৯ মে ২০২৩ ১৯:৪৪
স্কুল চলছিল। তারমধ্যেই ছাত্রছাত্রীদের নাকে আসে তীব্র দুর্গন্ধ, যা কিনা অবিকল মলমূত্র বা বমির মতো। আর এতে অসুস্থ হয়ে পড়তে শুরু করে শিক্ষার্থীরা।
গত বুধবার টেক্সাস অঙ্গরাজ্যের ক্যানে ক্রিক হাইস্কুলে প্রথম দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ফলে স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। দুর্গন্ধ কোথা থেকে ছড়িয়েছে, তা বের করতে পুরো স্কুল ভবনে খোঁজ চালান ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে দুর্গন্ধের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।