04/23/2025 টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক
৯ মে ২০২৩ ২১:২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
দুই যুগ পর এই মাঠে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এই চেমসফোর্ডে খেলেছিল টাইগাররা। যদিও মাঝে একবার একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ এই মাঠে, তবে কোনো অফিশিয়াল ম্যাচ খেলেনি। তাই মাঠে খেলতে নামা মাত্রই টাইগারদের ২৪ বছরের অপেক্ষা ফুরাবে।