04/23/2025 কারণ দর্শাও নোটিশ পেলেন সাব্বির
স্পোর্ট ডেস্ক
১১ মে ২০২৩ ১৫:৪৩
এবারের লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে দুই ফিফটির সাহায্যে ৩৮.৯১ গড়ে ৪৬৭ রান করেছেন সাব্বির।
ব্যাট হাতে ভালো খেললেও শেষপর্যন্ত লিগটা ভালোমতো শেষ করতে পারলেন না জাতীয় দলের এই সাবেক তারকা ব্যাটসম্যান। সুপার লিগের এক ম্যাচ আগে হঠাৎ কারণ দর্শাও নোটিশ পেলেন সাব্বির।
বুধবার লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যানেজমেন্ট সাব্বির রহমান রুম্মনকে শোকজ নোটিশ দিয়েছে।
লিজেন্ডস অব রূপগঞ্জ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে ম্যাচের দিন যথাসময়ে মাঠে না যাওয়ায় সাব্বির রহমানকে কারণদর্শাও নোটিশ দেওয়া হয়েছে।