04/24/2025 পাকিস্তানের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক
১১ মে ২০২৩ ১৫:৫৬
সেপ্টেম্বরে পাকিস্তানের মাঠে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা; কিন্তু ভারত আগেই জানিয়ে রেখেছে তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না।
ভারতের এমন ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘হাইব্রিড মডেল’ হিসেবে ভারতের খেলাগুলো নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার প্রস্তাব দেয়।
কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে দেওয়া সেই প্রস্তাবে বিরোধিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলংকা ক্রিকেটা বোর্ড (এসএলসি)।
মঙ্গলবার দুবাইয়ে এশিয়া কাপের আয়োজন নিয়ে এসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে পিসিবি। সেখানেই সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি এবং এসএলসি।