05/05/2025 রাজশাহীতে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট
স্পোর্ট ডেস্ক
১১ মে ২০২৩ ১৮:৪৬
এক যুগেরও বেশি সময় পর রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। আজ বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
বুধবার সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সাদ বেগ বলেন, ‘বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী। তারা ভালো খেলছে। তবে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’ বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান বলেন, ‘পাকিস্তান দলে বেশিরভাগই বাঁ-হাতি ব্যাটার। এজন্য আমাদের দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দুর্বলতা শোধরানোর চেষ্টা করা।
দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন না। এজন্য হতাশ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রাজশাহীর খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, ‘রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে এটা আশার কথা। দর্শক চায় খেলা উপভোগ করতে। কিন্তু খেলা দেখতে পারছে না রাজশাহীবাসী। ম্যাচটি সম্প্রচার হবে না। এটা দুঃখজনক !