গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে গাজা থেকে দেশটিতে পাঁচ শর বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে।
গত তিন দিনে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার সাংবাদিক ইয়োমনা আল সায়েদ এ তথ্য জানান। তবে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬৪ জন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন বলেছে, তাদের চার যোদ্ধা হামলায় নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে পাঁচ শর বেশি রকেট ছোড়া হয়েছে। তবে এ পর্যন্ত সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসব রকেটের মধ্যে ৩৬৮টি সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়। ১৫৪টি রকেট ধ্বংস করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ১১০টি গাজার মাটিতেই পড়েছে। গাজার ১৫৮টি স্থানে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।