04/24/2025 ডিপিএলের শিরোপা জিতল আবাহনী
স্পোর্ট ডেস্ক
১৪ মে ২০২৩ ১৬:৩৬
উদ্বোধনী জুটিতে এনামুল হক ও মোহাম্মদ নাঈম ১৪৫ রান তুলে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। সেই পথ মসৃণ হয় আফিফ হোসেনের ব্যাটে। এরপর জাকের আলী, মোসাদ্দেক হোসেন ও তানজিম হাসানের আবাহনীর শেষ হাসি।
তানজিমের শেষ ছোঁয়ায় চার বল বাকি থাকতে চার উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতল আবাহনী। এ নিয়ে রেকর্ড ২২তম বার ঢাকা লিগে চ্যাম্পিয়ন হলো তারা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার লিগের শেষদিনে অঘোষিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শেখ জামাল সাত উইকেটে ২৮২ রান করে। আবাহনী জবাব দেয় ছয় উইকেটে ২৮৫ রান করে।