04/21/2025 'মোখার' প্রভাবে কুয়াকাটায় বেড়েছে পানির উচ্চতা
অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৩ ১৮:৪৮
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন ফুট পর্যন্ত পানি বেড়েছে। তবে জোয়ার শেষে পানি আবার নেমে গেছে। আজ সকাল ১১টায় সমুদ্র শান্ত দেখা গেছে। আকাশে হালকা মেঘ বিরাজ করায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পানি নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে উপকূলীয় আতঙ্কিত মানুষের মাঝে।
সরেজমিনে সমুদ্রসৈকতে গিয়ে দেখা গেছে, মোখার প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বেড়েছে আন্ধারমানিকসহ সব নদ-নদীর পানি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টার দিকে আকাশে হালকা মেঘ বিচরণ করছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ভাটা চলাকালীন শান্ত রয়েছে।