04/24/2025 মেসির ফেরার ম্যাচে পিএসজির বড় জয়
স্পোর্ট ডেস্ক
১৪ মে ২০২৩ ২০:০২
লিওনেল মেসির ফেরার ম্যাচে পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই স্ট্রাইকারের জোড়া গোলে গোল উৎসব করেছে তাদের দলও। শনিবার ৫-০ গোলে আজাকসিওকে উড়িয়ে শিরোপার দুয়ারে পৌঁছে গেছে পিএসজি।
এই ম্যাচ দিয়ে নীতি ভঙ্গের ফলে পিএসজির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন মেসি। দুই সপ্তাহের নিষেধাজ্ঞা থাকলেও পরে তা এক সপ্তাহ কমে যায়। ফলে রবিবার পিএসজির জার্সি গায়ে খেলতে নামেন তিনি। তবে মাঠে তাকে বেশ কয়েকবার শুনতে হয়েছে সমর্থকদের দুয়োধ্বনি।
এ জয়ে লিগ শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে গেল পিএসজি। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট তাদের।