04/22/2025 ইউক্রেন সীমান্তে ৪টি রুশ সামরিক বিমান ধ্বংস
অনলাইন ডেস্ক
১৫ মে ২০২৩ ০২:৫৪
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল সীমান্তের কাছে ২ রুশ যুদ্ধবিমান ও ২ সামরিক হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
কোমারস্যান্ট নামে একটি বাণিজ্যভিত্তিক দৈনিক সংবাদপত্র শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, সামরিক অভিযানের জন্য তৈরি রাশিয়ান সুখোই যুদ্ধবিমান সু-৩৪, সু-৩৫ ও দুটো মি-৮ হেলিকপ্টার অতর্কিত হামলা চালিয়ে ‘প্রায় একই সঙ্গে গুলি করে’ ধ্বংস করা হয়েছিল।
প্রাথমিক তথ্যমতে, যোদ্ধাদের ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর কথা ছিল, আর হেলিকপ্টারগুলো তাদের সহায়তার জন্য ছিল। যেমন সুর ক্রুরা যদি গুলির শিকার হন, তাহলে তাদের তুলে নেওয়া।