04/24/2025 ক্যান্সার আক্রান্ত মাশরাফিদের সাবেক কোচ
স্পোর্ট ডেস্ক
১৫ মে ২০২৩ ১৬:৩০
বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ক্যান্সারে আক্রান্ত। জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়কের চিকিৎসা চলছে দক্ষিণ আফ্রিকায়।
৪৯ বছর বয়সি হিথ স্ট্রিক দেশের হয়ে ৬৫টি টেস্ট এবং ১৮৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৪ হাজার ৯৩৩ রান সংগ্রহের পাশাপাশি ৪৫৫টি উইকেট শিকার করেন।
হিথ স্ট্রিকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে- দক্ষিণ আফ্রিকার এক বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসা করছেন স্ট্রিকের।
ক্রিকেট থেকে অবসরে হিথ স্ট্রিক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ, বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ এবং সমারসেটের হয়েও কাজ করেছেন।