04/24/2025 ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন টাইগাররা
স্পোর্ট ডেস্ক
১৭ মে ২০২৩ ১৪:৪৬
ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশ দল।
সফল সফর শেষে মঙ্গলবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায়। দলের সঙ্গে আসেননি জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার লিটন দাস ও স্পিনার তাইজুল ইসলাম।
জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তার আগে এ মাসের শেষদিকে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি।
১০ জুন আসবে আফগানিস্তান দল। সফরে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ও দুটি টি ২০ খেলবেন রশিদ খানরা।