04/24/2025 এশিয়ান গেমসে খেলতে যাবে বাংলাদেশ পুরুষ ফুটবল দল
স্পোর্ট ডেস্ক
১৭ মে ২০২৩ ২২:৩৪
সম্প্রতি 'টাকার অভাবে' অলিম্পিক বাছাইয়ে অংশ নিতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ছেলেদের ভাগ্য সম্ভবত ভালো। চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের অংশগ্রহন অনেকটাই নিশ্চিত। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে বাসস।
এ বিষয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সংশ্লিষ্ট কমিটির সদস্যদের কাছ থেকে লিখিত সম্মতি গ্রহণের কাজ চলছে। অচিরেই আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং তা অবশ্যই ইতিবাচক। বিষয়টি নিয়ে বাফুফের সহ সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, পুরুষ ফুটবল দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের বিষয়ে বিওএর পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশাবাদী। তার আশা বাংলাদেশ পুরুষ ফুটবল দল এশিয়ান গেমসে খেলতে যাবে।