04/24/2025 মেসিকে ৫০ কোটি ইউরোর প্রস্তাব সৌদি আরবের
স্পোর্ট ডেস্ক
১৯ মে ২০২৩ ১৭:৩৬
লিওনেল মেসির সম্ভাব্য সৌদি আরবে পাড়ি জমানো নিয়ে গুঞ্জন থেমে নেই। এবার জানা গেল, মেসিকে এক বছরের জন্য সৌদি আরব ৫০ কোটি ইউরো দিতে রাজি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ হাজার ৮০০ কোটি টাকা।
এর আগে শোনা গিয়েছিল, মেসিকে দুই বছরের জন্য ৪০ কোটি ইউরো দেওয়া হবে। আগামী মৌসুমে সৌদি আরবের ঘরোয়া ফুটবলে খেলার চুক্তি সেরে ফেলেছেন মেসি, এমন গুঞ্জনও রটেছিল।
সেই গুজব উড়িয়ে দিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি বলেছিলেন, তার ছেলের সঙ্গে কোনো ক্লাবের চুক্তি হয়নি।
এর মধ্যে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা মেসিকে ফেরাতে সম্ভাব্য সবকিছু করতে চান। তিনি বলেন, ‘আমি মনে করি, বার্সেলোনায় মেসির ফেরার সম্ভাবনা আছে।’