04/24/2025 রমিজ রাজার ক্রিকেটজ্ঞান নিয়ে প্রশ্ন সালমান বাটের
স্পোর্ট ডেস্ক
১৯ মে ২০২৩ ১৮:০৮
এশিয়া কাপ কোথায় হবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। ভারতীয় এক পত্রিকায় সাক্ষাৎকারকালে এশিয়া কাপের ভেন্যু ইংল্যান্ডে করার প্রস্তাব দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজম শেঠি। খবর ক্রিকেট পাকিস্তানের।
নাজম শেঠির সমালোচনা করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেন, বিশ্বকাপের আগে এশিয়া কাপ পাকিস্তানে হলেই ভালো। কারণ বিশ্বকাপ যেহেতু ভারতে হবে, তাই এশিয়া কাপ খেলার মাধ্যমে এশিয়ার অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে খেলোয়াড়রা।
তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করে সালমান বাট বলেন, সাবেক পিসিবি চেয়ারম্যানের বক্তব্যে আমি পুরোপুরি অবাক! যারা জীবনভর এশিয়ায় ক্রিকেট খেলেছেন, তারা নতুন করে আর কী খাপ খাইয়ে নেবেন?