04/24/2025 টানা পাঁচ ডাকে লজ্জার রেকর্ড বাটলারের
স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৩ ২১:৪১
রাজস্থান রয়্যালসের জস বাটলার গত আসরে (২০২২) রানের বন্যা বসিয়েছিলেন। ১৭ ম্যাচে ৮৬৩ রান রান সংগ্রহ করে রাজস্থানকে ফাইনালে তুলেছিলেন এই ইংলিশ তারকা। তবে এবার মুদ্রার উলঠো পিটটাও দেখলেন তিনি। এবার বাটলার নাম লিখিয়েছেন এক বিব্রতকর রেকর্ডে।
শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। এই ম্যাচে কাগিসো রাবাদার বলে এলবিডব্লুর শিকার হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন বাটলার। এবারের আইপিএলে এটি তার পঞ্চম ‘ডাক’। এর আগে আইপিএলের এক আসরে পাঁচবার শূন্য রানে আউট হতে পারেনি আর কোনো ব্যাটার।
এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক
৫ : জস বাটলার (রাজস্থান রয়্যালস) : ২০২৩
৪ : হার্শেল গিবস (ডেকান চার্জার্স হায়দরাবাদ) : ২০০৯
৪ : মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১১
৪ : মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১২
৪ : শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস) : ২০২০
৪ : এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স) : ২০২১
৪ : নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস) : ২০২১