04/22/2025 ২০০০ রুপির নোট বাতিলের ঘোষণা, স্বর্ণ কিনতে ভিড়
অনলাইন ডেস্ক
২২ মে ২০২৩ ০১:৫৪
ভারতে দুই হাজার রুপির ব্যাংক নোট বাতিলের ঘোষণায় স্বর্ণ কিনতে ভিড় করছেন অনেকেই। ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে নোট বদল করা সহজ হবে না মনে করে তারা ছুটছেন স্বর্ণ কিনতে। বিশেষ করে মজুতদাররা এই কাজ করছেন।
স্বর্ণ কিনতে গিয়ে প্রিমিয়াম বা অতিরিক্ত দাম দিতে হচ্ছে। শনিবার বিকেলে মুম্বাইয়ে অনানুষ্ঠানিক বাজারে দুই হাজার রুপির নোট ব্যবহার করে ১০ গ্রাম স্বর্ণ কিনতে লাগে ৬৭ হাজার রুপি, আনুষ্ঠানিক বাজারে যার দাম ৬৩ হাজার ৮০০ রুপি। বাড়তি অর্থ ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্রিমিয়াম হিসেবে।