04/22/2025 লিডে বাংলাদেশে
ডেক্সবার্তা
২৮ আগস্ট ২০১৭ ১৬:৪০
অস্ট্রেলিয়াকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পেল ৪৩ রানের। প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল বাংলাদেশ। সাকিব তার পঞ্চম উইকেটটি নিয়ে অস্ট্রেলিয়াকে অলআউট করেন। শেষ ব্যাটসম্যান জশ হ্যাজলউডকে ৫ রানে ইমরুলের ক্যাচ বানান তিনি।
দ্বিতীয় দিনের শুরুতেও পিচ ছিল স্পিনারদের অনুকূলে। যার পুরো সুবিধা নিয়েছিল বাংলাদেশের স্পিনাররা। আগের দিন ১৪ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে হয়েছিল ৮ উইকেটে ১৪৪ রান। ২৬০ রান করা বাংলাদেশ বড় লিড নেওয়ার আভাস দিয়েছিল। কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলেন অ্যাস্টন অ্যাগার ও প্যাট কামিন্স। চা বিরতি পর্যন্ত ছিল তাদের প্রতিরোধ।
৮ উইকেটে ১৯৩ রানে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া। এর পর শেষ সেশনের তৃতীয় ওভারে কামিন্সকে ২৫ রানে বোল্ড করেছেন সাকিব। তার ইনিংস ছিল ৯০ বলের। অ্যাগার ৪১ রানে খেলছিলেন।