04/19/2025 ‘জঙ্গলের পশু’ ধর্মগুরু রাম রহিম
নিজস্ব প্রতিবেদক:
২৯ আগস্ট ২০১৭ ১৭:৪২
পৃথক দুটি ধর্ষণ মামলায় ২০ বছর কারাদণ্ডপ্রাপ্ত দেয়া হয়েছে ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিংকে। দেশটির আদালত ‘জঙ্গলের পশু’ বলে অভিহিত করেছে তাকে। আর ‘পশু’ হবার কারণেই মামলার রায় তার উদারতা পাবার কোনো অধিকার নাই।
সোমবার রায় ঘোষণার সময় বিচারক জগদীপ সিং বলেন, রাম রহিম তার জিম্মায় নিজের ‘পবিত্র সাধ্বীকে’ ধর্ষণে করে গুরুতর অপরাধ করেছেন। তার সর্বোচ্চ শাস্তিই হওয়া দরকার।
স্বঘোষিত এ ধর্মগুরু ১৯৯৯- ২০০২ সাল সময়ে দুইজন নারী ভক্তকে ধর্ষণ করেন। এরপর ওই দুই নারীর একজন একটি চিঠি লিখে ততকালীন প্রধানমন্ত্রীকে বিষয়টি জানান। চিঠিটি প্রকাশের পরেই সিবিআই ধর্ষণের অবিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করে।