10/29/2025 সিরাজদিখানে ভূমি সেবা সাপ্তাহে এডিসির মতবিনিময় ও বৃক্ষ রোপণ
আহসানুল ইসলাম আমিন
২৬ May ২০২৩ ০১:৩৯
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিক, সেবা গ্রহীতা ও বিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ করেছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ দাশ। বৃহস্পতিবার দুপুর ১টায় সিরাজদিখান ইউএনও পার্কে বৃক্ষ রোপণ শেষে সাংবাদিক ও সেবা গ্রহীতাদের সাথে ভূমির নানা বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর, সহকারি কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, সার্ভেয়ার লিয়ার হোসেনসহ আরো অনেকে।
পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় উপজেলা রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ভূমি সেবার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ দাশ।