04/19/2025 রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘ মহাসচিবের আহবান
ডেক্সবার্তা
২৯ আগস্ট ২০১৭ ১৮:২৮
মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘রোহিঙ্গা’ নিহতের ঘটনায় সেখানকার নাগরিকদের নিরাপত্তা এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেশটির সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস।
একই সঙ্গে মহাসচিব পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ারও জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি সহিংসতার মূল অনুসন্ধান এবং সেখানকার নাগরিকদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিতে মিয়ানমার সরকারকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মহাসচিব।