05/09/2025 ভিসানীতিতে জ্বালাও পোড়াও বন্ধ হোক: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৩ ২০:৫৯
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ‘তারা আমাদের বলেছে প্রধানমন্ত্রী যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, সেটিকে সাহায্য করার জন্য তারা তাদের ভিসানীতি প্রচলন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জ্বালাও-পোড়াওয়ের কারণে যারা একবার জ্বলেছে, তাদের চেহারা দেখলে বড় দুঃখ পাবেন। আমরা আর জ্বালাও-পোড়াও চাই না। আমরা চাইব, এ ভিসানীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক।’
শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।