05/09/2025 ডিমলায় বিদ্যুৎ সংস্পর্শে নিহত ১
odhikar patra
৩০ মে ২০২৩ ০১:১৩
নীলফামারী সংবাদদাতাঃ ডিমলায় ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সাতারুর চৌপুতি নামক স্থানে বিদুৎপৃষ্টে হয়ে তাপশ রায় (১৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত তাপশ রায় উপজেলার ঝুনাগাছ চাপানী কলেজে পাড়া গ্রামের পবন রায়ের এক মাত্র ছেলে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাপশ রায় রবিবার আনুমানিক বিকেল ৩টা ০০ মিনিটে তার বাড়ির পাশে চাপানী বাজারে নিয়ে আসেন ডিস ক্যেবল ব্যাবসায়ী দিলিপ রায়, ডিস সংযোগ দেওয়ার জন্য নিয়ে যায় সাঁতারুর চৌপুথি কুটিপারায় বৈদ্যুতিক খুঁটির মধ্যে তুলে দেন খুটির মধ্যে থাকা ৩৩ হাজার ভোল্টের মেইন লাইনের তার কাছেই ছিল এমত অবস্থায় থাকলেও সরণে না থাকায় কাজ করতে গিয়ে পা পিছলে যাওয়ায় তারের সংস্পর্শে বিদুৎপৃষ্ট হয়ে খুটির মধ্যে আটকে পরে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপানী বাজারে পল্লী চিকিৎসক ডাঃ তারিকুজ্জামান তারিকের কাছে নিয়ে আসেন গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তাপশের এর মৃত্যু বিদ্যুৎপৃষ্টের ঘটনা খুব দুঃখজনক। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।