04/24/2025 চেলসির নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো
স্পোর্ট ডেস্ক
৩০ মে ২০২৩ ০৩:০২
এবারের মৌসুমটা খুবই বাজে কেটেছে ইংলিশ ক্লাব চেলসির। চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার পাশাপাশি প্রিমিয়ার লিগেও ব্যর্থ ব্লুজরা। ১২তম হয়ে লিগ শেষ করেছে চেলসি। আগামী মৌসুমে নতুনভাবে শুরু করতে চায় দলটি।
এজন্য প্রধান কোচ হিসেবে অভিজ্ঞ কোচ মাউরিসিও পচেত্তিনোকে নিয়োগ দিয়েছে তারা।
চেলসির সঙ্গে চুক্তি স্বাক্ষরের কাজ সেরে ফেলেছেন আর্জেন্টাইন কোচ। চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। আজ আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।