04/21/2025 রাজধানীসহ সারা দেশে বাড়ছে লোডশেডিং
অনলাইন ডেস্ক
১ জুন ২০২৩ ১৫:৩১
ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। তবে জ্বালানিসংকটে উৎপাদন বাড়াতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রায় ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে বিপিডিবি। এতে রাজধানীসহ সারা দেশে বাড়ছে লোডশেডিং।
রাজধানীতে দিনে গড়ে তিন থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে ১৪ থেকে ১৬ ঘণ্টার বেশি লোডশেডিংয়ের খবর পাওয়া যাচ্ছে। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে।
বিদ্যুৎ বিতরণ কম্পানিগুলো বলছে, অত্যধিক গরমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেলেও সে অনুযায়ী বরাদ্দ পাচ্ছে না তারা। ফলে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। বিপিডিবির কর্মকর্তারা বলছেন, ডলার সংকটে জ্বালানি তেল, এলএনজি ও কয়লা আমদানি কমায় বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে চাইলেই উৎপাদন বাড়ানো যাচ্ছে না।