01/02/2026 ইত্তিহাদের হয়ে খেলতে আগ্রহী বেনজামা
স্পোর্ট ডেস্ক
১ June ২০২৩ ২১:২১
সংবাদ মাধ্যম ফুট মার্কেতো দাবি করেছে, চলতি মৌসুমে সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ ফ্রান্স স্ট্রাইকার বেনজেমাকে ওই চুক্তির প্রস্তাব দিয়েছে। দুই বছরের চুক্তির প্রস্তাবে ক্লাবটি ৪০০ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বেতন দিতে চেয়েছে।