04/19/2025 রাজধানীতে মাদকবিরোধী অভিযান:আটক ৩২
অনলাইন ডেস্ক
৩ জুন ২০২৩ ১৮:২৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২ জুন) সকাল ৬টা থেকে শনিবার (৩ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে দুই হাজার ৬৭১ পিস ইয়াবা, ৩ কেজি ৫৭৫ গ্রাম গাঁজা, ৩৭৪ গ্রাম হেরোইন ও ৫৪০০ মিলি দেশি মদ জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।