01/02/2026 আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা
স্পোর্ট ডেস্ক
৫ June ২০২৩ ০৫:৪১
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়ায় এবং বিশাল ব্যবধানে জয় তুলে সিরিজে সমতায় ফিরে।
কোনো তিন অংকের ইনিংস নেই, ফিফটি মাত্র ২টি; তবু স্বাগতিক শ্রীলঙ্কার স্কোর ছাড়িয়ে গেল তিনশ। সেই স্কোর তাড়ায় নেমে খেই হারিয়ে ফেলা আফগানিস্তান দুইশও ছুঁতে পারেনি। ১৩২ রানের বিশাল জয়ে প্রথম ওয়ানডেতে হারের প্রতিশোধ নিল শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে এলো ১-১ সমতা।
আগামী বুধবার শেষ ওয়ানডেতেই হবে সিরিজ নির্ধারণ।