04/22/2025 মনোনয়নের প্রথম দিনই খুন কংগ্রেসকর্মী
অনলাইন ডেস্ক
১১ জুন ২০২৩ ০১:৫২
নির্বাচন প্রক্রিয়ার প্রথম দিনেই খুন হলেন এক কংগ্রেসকর্মী। শুক্রবার থেকে শুরু হয়েছে প্রাথীদের মনোনয়ন জমা।
শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে খুন হন এক কংগ্রেসকর্মী ফুলচাঁদ শেখ (৪২)। পেশায় তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক। কেরালায় থাকতেন ফুলচাঁদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির সামনে শুক্রবার শিশু সন্তানকে কোলে নিয়ে বসে ছিলেন ফুলচাঁদ। সেখানে আচমকা মোটরবাইকে চার দুর্বৃত্ত এসে হম্বিতম্বি শুরু করে। সেই সময় ফুলচাঁদ তাদের বলেন, ঝামেলা না করতে। সঙ্গে সঙ্গে কোলের শিশুকে দূরে ছুড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর ছয়টি গুলি করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরাই খুন করেছে ফুলচাঁদকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।