04/22/2025 দুদকের শুভেচ্ছা দূত সাকিব
ডেক্সবার্তা
১১ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছা দূত হচ্ছেন নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান। দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসঙ্গে কাজ করার লক্ষ্যে সোমবার দুদকের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার সম্মতি প্রদান করেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার।
সাকিব আল হাসানের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনারা বিশেষ করে আপনি বাংলাদেশকে একটি বিশেষ মাত্রায় নিয়ে গেছেন। বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য আমরা গর্বিত। আপনি তরুণ, দেশকে কিছু দেওয়ার জন্য এখনই উত্তম সময়। আপনার কারণে যদি দেশের ১০ টি তরুণ সৎ জীবন যাপনে উদ্বুদ্ধ হয় সেটাও বিশাল প্রাপ্তি। আপনি দেশের কোটি কোটি তরুণ-তরুণীর আইকন। তাই, আপনাকে দুর্নীতি প্রতিরোধে কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে তরুণদের মাঝে যাওয়ার জন্য অনুরোধ করছি। কমিশনকে ভয় পাবে শুধু দুর্নীতিপরায়ন ব্যক্তিরা, সাধারণ মানুষ কমিশনকে ভয় পায় না, পাবেও না। একটি গবেষণায় দেখা গেছে ২১ শতকে বিশ্বের অর্থনীতির চালিকা শক্তির ১১ টি দেশের মধ্যে বাংলাদেশ হবে অন্যতম। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তম ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই। বিশ্ব ব্যাংক, এডিবি, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড, ইউএনডিপিসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে এবং অনেকে কাজ করার আগ্রহ প্রকাশ করছে। আমরা সম্মিলিতভাবে দুর্নীতি দমন ও প্রতিরোধ করার চেষ্টা করছি।’