04/20/2025 ডিএমপির মাদকবিরোধী অভিযান: আটক ৪৪
অনলাইন ডেস্ক
১৫ জুন ২০২৩ ১৯:০১
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ১০৪ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২০ টি নেশাজাতীয় ইনজেকশন, ০১ বোতল বিদেশি মদ, ৯৭৫ পিস ইয়াবা ও ২২ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা হয়েছে।