04/20/2025 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হয়েছে ‘চট্টগ্রাম সাইন্স কার্নিভাল
সোহেল রানা, চবি প্রতিনিধি
১৬ জুন ২০২৩ ১৫:৫৯
বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় সাইন্স কার্নিভালের আলোচনা সভা।
এতে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: তৌহিদ হোসেন, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইন্টিফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি) প্রমুখ। এসময় সাইন্স কার্নিভাল পরিদর্শনে আসেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
আলোচনা সভায় উপস্থিত হয়ে চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ‘বর্তমানে প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ অতি মাত্রায় বেড়ে গেছে। প্রতিনিয়ত প্লাস্টিক আমরা সবাই ব্যবহার করি। এখন বিজ্ঞানীদের প্রয়োজন কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই প্লাস্টিক ডি-কম্পোজড করে পরিবেশের ক্ষতি কমিয়ে আনা যায়।’
আলোচনা সভায় চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানেই অনেক মেধাবী শিক্ষার্থী আছে। তাদেরকে একটু সুযোগ করে দিলে তারা তাদের উদ্ভাবনী দক্ষতা দেখাতে সক্ষম হবে বলে আমি মনে করি। বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেই। আশা করি এমন বিজ্ঞানভিত্তিক আয়োজনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা তাদের প্রতিভা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিবে।’
আলোচনা সভার পরে ‘নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও সম্ভাবনা’ প্রেক্ষিত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৌরশক্তি গবেষক ও বিজ্ঞানী এবং ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চিটাগং এর উপ-উপাচার্য অধ্যাপক ড. নওশাদ আমিন। তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক উষ্ণায়নের পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের উচিত সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করা। আমাদের প্রতিবেশী দেশ ভারতে সম্প্রতি সৌরশক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, পারমানবিক শক্তি সর্বদা হুমকিস্বরূপ। জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিপর্যয় তার উদাহরণ। কিন্তু, সৌরশক্তি হলো পরিবেশবান্ধব। বর্তমানে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের খরচ পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচের তুলনায় অনেক কম। তাই, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।
এদিন সমাজ বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষ ও ড. মোহাম্মদ আনিসুজ্জামান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ক্ষুদে বিজ্ঞানীদের প্রজেক্ট প্রদর্শন। এতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি প্রজেক্ট প্রদর্শন করা হয়। জলাবদ্ধতা নিরসনে আন্ডার রোড ড্রেনেজ সিস্টেম, ইলেকট্রনিক ফল্ট্রি ফার্ম, মেডিসিন মেশিন, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ রেলওয়ে সিস্টেম ও পাহাড়ি রাস্তায় নিরাপদ যান চলাচলের জন্য সেন্সর সিস্টেম ইত্যাদি অনেক প্রজেক্ট প্রদর্শন করা হয়। এসময় অনুষ্ঠিত হয় টিম কুইজ এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন গবেষণাপত্র প্রদর্শন করা হয়।