05/01/2025 যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ৪১
অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৩ ০২:৫৯
যুক্তরাষ্ট্রের ৬ অঙ্গরাজ্যে সম্প্রতি পৃথক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ৪১ জন। যুক্তরাষ্ট্রের ইলিনয়স, ওয়াশিংটন, পেনসিলভানিয়া, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড ও মিজৌরিতে এসব ঘটনা ঘটে।
মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে রোববার উঠতি বয়সীদের পার্টিতে বন্দুকধারীর গুলিতে এক কিশোর (১৭) মারা গেছে। রাত ১টার দিকে সেখানে গুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন আহত হয় যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইলিনয়সের শিকাগো থেকে ২০ মাইল দূরে উইলব্রুকে একটা অনুষ্ঠানে যোগ দিতে কয়েক শ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে গুলিতে ২৩ জন আহত হয়। একজনের অবস্থা গুরুতর।