04/22/2025 ফিলিস্তিনিদের গুলিতে এক শিশুসহ ৪ ইসরাইলি নিহত
অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৩ ২২:১৪
ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। অধিকৃত পশ্চিমতীরে একটি ইহুদি বসতির কাছে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার বন্দুকধারীরা এলি বসতি এলাকায় রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে।
ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি, জেনিন শহরে ইসরাইল বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ওই হামলার পর তারা পশ্চিমতীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।