04/22/2025 দ্বিজেন শর্মার দাহ কাল
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৫৯
লেখক ও প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও নটর ডেম কলেজে রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর সবুজবাগের রাজারবাগে বরদেশ্বরী কালি মন্দিরসংলগ্ন শশ্মানে তাকে দাহ করা হবে বলে সাংবাদিকদের জানান প্রকৃতিবিষয়ক লেখক মোকাররম হোসেন।
দ্বিজেন শর্মার পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় দ্বিজেন শর্মার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন শেষে রাজধানীর সবুজবাগের রাজারবাগ বরদেশ্বরী কালি মন্দির সংলগ্ন শশ্মানে তার দাহ সম্পন্ন হবে।
গত শুক্রবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৮ বছর বয়সী দ্বিজেন শর্মা। কিডনি ফেইলিওর, ফুসফুস জটিলতার পর মাল্টিপল অর্গান ফেইলিওরের কারণে দ্বিজেন শর্মা মারা যান বলে জানান তার স্ত্রী দেবী শর্মা।
দেবী শর্মা জানিয়েছিলেন, তাদের মেয়ে শ্রেয়সী শর্মা দেশে ফেরার পরই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, শনিবার বিকালে লন্ডন থেকে শ্রেয়সী দেশে ফিরে আসার পর পারিবারিকভাবে শেষকৃত্যের এ সিদ্ধান্ত নেওয়া হয়।