04/22/2025 মণিপুরে বিদ্রোহীদের ছিনিয়ে নিলেন নারীরা
অনলাইন ডেস্ক
২৬ জুন ২০২৩ ১৫:৫৮
ভারতের দাঙ্গা উপদ্রুত মণিপুর রাজ্যে আটক ১২ সশস্ত্র বিদ্রোহীকে ছিনিয়ে নিয়েছেন মেইতেই সম্প্রদায়ের নারীরা। ভারতীয় সেনাবাহিনী শনিবার মধ্যরাতে তাদের ‘মুক্তি দেওয়া হয়েছে’ বলে ঘোষণা করেছে। যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের ‘জঙ্গি’ হিসেবে বর্ণনা করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানিয়েছে, ‘জঙ্গিদের’ মুক্তির দাবিতে যে জনতা বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী। ভারতীয় সেনাবাহিনীর যে ‘স্পিয়ার কোর’ মণিপুরে সহিংসতার মোকাবিলা নিয়ে টুইটারে নিয়মিত আপডেট জানাচ্ছে, তারা এই বিক্ষোভকারীদের ‘অ্যাগ্রেসিভ মব’, অর্থাৎ ‘আক্রমণাত্মক ক্ষুব্ধ জনতা’ বলে বর্ণনা করেছে।
যে সেনা কমান্ডার এই অপারেশনের দায়িত্বে ছিলেন, তাঁকে এই ‘পরিণত সিদ্ধান্তে’র জন্য সেনাবাহিনীর তরফ থেকে ভূয়সী প্রশংসাও করা হয়েছে। তারা বলেছে, ভারতীয় সেনাবাহিনীর যে একটি মানবিক মুখ আছে, এই সিদ্ধান্ত তারই পরিচায়ক।