04/22/2025 পাখি বাঁচাতে ইঁদুর দমনে নেমেছে নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক
২৮ জুন ২০২৩ ২০:২১
উপদ্বীপ মিরামারে বন্যপ্রাণী প্রেমীরা একটি নির্মূল মিশনে আছেন। তাঁদের লক্ষ্য শিকারিমুক্ত মিরামার তৈরি। অর্থাৎ, নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের এই অঞ্চলে ইঁদুর দমন করে পাখিদের রক্ষা করাই তাঁদের মিশন।
ইঁদুর এবং অন্যান্য শিকারি প্রাণী নির্মূল করা শুধু মিরামার নয়, পুরো নিউজিল্যান্ডের লক্ষ্য। সরকারের আশা, ২০৫০ সালের মধ্যে কাজটি শেষ হবে। ২০১১ সালে পদার্থবিদ স্যার পল ক্যালাগান একটি শিকারিমুক্ত দেশের স্বপ্নকে জনপ্রিয় করেছিলেন। তরুণ সংরক্ষণবাদীরা বলেছিলেন, পর্যাপ্ত বিনিয়োগ ও সহায়তা পেলে এটি করা যেতে পারে।
রাজনীতিবিদরা এ নিয়ে আলোচনা শুরু করলেন। ২০১৬ সালে আইন করে সবচেয়ে খারাপ শিকারি চিহ্নিত করা হলো। এর মধ্যে রয়েছে তিন ধরনের ইঁদুর (প্যাসিফিক ইঁদুর, জাহাজের ইঁদুর, নরওয়ের ইঁদুর), মুস্টেলিড (স্টোটস, উইসেল, ফেরেট) এবং পোসাম।