04/20/2025 ত্রাণ বিতরনে অব্যবস্থাপনা: দুর্ভোগে রোহিঙ্গা শরনার্থীরা
ডেক্সবার্তা
১৯ সেপ্টেম্বর ২০১৭ ২০:৩২
এরই মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে নতুন করে আশ্রয় নেয়া প্রায় ৬ লক্ষাধিক রোহিঙ্গার মধ্যে ত্রাণ বিতরন করা হচ্ছে। কিন্ত বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি পর্যায়ে যারা টেকনাফে শরনার্থী শিবিরে ত্রাণ বিতরন করছেন সেখানে দেখা দিয়েছে চরম অব্যবস্থাপনা। ফলে কেউ পাচ্ছে আবার কেউ পাচ্ছে না।
মায়ানমার থেকে দীর্ঘ পথ পায়ে হেটে বাংলাদেশে আশ্রয় নেয়া এসব শরণার্থীদের জন্য এখন প্রয়োজন পর্যাপ্ত স্বাস্থ্য সেবা ও খাদ্য সরবরাহ। এমনটিই জানিয়েছেন টেকনাফের উখিয়া থেকে মাসিক আমাদের অধিকারপত্রের প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে বড় হৃদয়ের তা এখানে না আসলে কেউ বোঝতে পারবে না। ত্রাণের কোনো অভাব নেই। দেশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিনিয়তই ত্রাণ আসছে। একই সাথে ব্যাক্তি পর্যায়েও অনেকেই এখানে রোহিঙ্গাদের প্রয়োজনীয় খাদ্য, ওষুধ, কাপড় বিতরন করছেন। কিন্ত বন্টনের ক্ষেত্রে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। যে যেভাবে পারছে ত্রাণ বিতরন করছে। ফলে এখানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গলা পানিতে নেমে অনেক শরণার্থীকে ত্রাণ নিতে দেখা গেছে। এমনকি যারা ত্রাণ বিতরন করছেন তাদেরকেও পানিতে নেকে বিতরন করতে হচ্ছে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকেও পর্যাপ্ত ত্রাণ বিতরন করা হচ্ছে। সরকারের আন্তরিকতার কারণেই এত বিশাল সংখ্যাক শরনার্থীকে স্থান দেয়া গেছে।
মাহবুবুর রহমান পলাশ বলেন, মায়ানমার থেকে আসা শরনার্থীদের দিকে তাকানো যায় না। তাদের মধ্যে এখনও ভয় দৃশ্যমান। তবে তারা উৎশৃঙ্খল নয়। তারা সুশৃংঙ্খল। যদি একটি ব্যবস্থাপনার উন্নয়ন করে ত্রাণ বিতরন করা যেত তাহলে সবাই পেত। এমন অনেকেই আছে যাদের ত্রানের প্রয়োজন কিন্ত তাদের কাছে পৌছাচ্ছে না।