04/22/2025 ফ্রান্সে বিক্ষোভ: মার্সেইতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ৪৩
অনলাইন ডেস্ক
২ জুলাই ২০২৩ ১৪:১৬
পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান বিক্ষোভের পঞ্চম দিনে শনিবার সন্ধ্যাজুড়ে মার্সেই শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এ সময় ফ্রান্সের দক্ষিণের শহরটি থেকে অন্তত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা।
এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মার্সেইয়ের কেন্দ্রস্থলে প্রধান পথ লা ক্যানেবিয়েরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ফ্রান্সজুড়ে প্রায় ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্যারিস থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। তবে প্যারিসে ভারী পুলিশ উপস্থিতি বিক্ষোভকে বাধাগ্রস্ত করছে বলে মনে হচ্ছে। প্যারিসে স্থানীয় সময় রাত ৯টার পর সকল বাস ও ট্রাম বন্ধ করে দেওয়া হয়।