04/21/2025 ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস
অনলাইন ডেস্ক
২ জুলাই ২০২৩ ১৪:৩৬
ঈদের ছুটির পাঁচ দিন শেষে আজ রবিবার থেকে খুলছে অফিসপাড়া। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।
গতকাল শনিবার সকাল থেকেই মাথায় বৃষ্টির ফোঁটা নিয়ে কাজে ফিরতে নামেন তাঁরা। তবে ফেরার চাপ ছিল কম তাই যাত্রা ছিল স্বস্তির।
গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। এবার ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।