04/20/2025 রোহিঙ্গা ইস্যুটি তুলেছিলাম, ট্রাম্প সাড়া দেননি: শেখ হাসিনা
ডেক্সবার্তা
১৯ সেপ্টেম্বর ২০১৭ ২০:৫৫
রাখাইনের জাতিগত নিধন থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের কাছে কোনও সহায়তা পাওয়ার আশা নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, শরণার্থীদের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের কারণেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য তিনি সহায়তার আশা করেন না তার কাছে। রয়টার্সকে প্রধানমন্ত্রী বলেছেন, ট্রাম্পের সঙ্গে কয়েক মিনিটের আলাপে তিনি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গটি তুললেও মার্কিন প্রেসিডেন্ট এ ব্যাপারে কোনও আলোচনা করেননি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, গত সোমবার জাতিসংঘে এক বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা ট্রাম্পকে কয়েক মিনিটের জন্য থামিয়েছিলেন। শেখ হাসিনা বলেন, " তিনি ( ডোনাল্ড ট্রাম্প) শুধু জিজ্ঞেস করেছিলেন, বাংলাদেশ কেমন আছে? আমি বলেছিলাম, 'ভালো, তবে আমাদের একমাত্র সমস্যা মিয়ানমার থেকে আসা শরণার্থীরা। কিন্তু শরণার্থীদের নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।"