04/21/2025 জিআই স্বীকৃতি নতুন চারটি পণ্য
অনলাইন ডেস্ক
৬ জুলাই ২০২৩ ১৬:০১
ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে আরো চারটি পণ্য। সেগুলো হলো—বগুড়ার দই, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা জাতের আম এবং শেরপুর জেলার তুলসীমালা ধান। এই চারটিসহ বাংলাদেশের মোট জিআই পণ্যের সংখ্যা দাঁড়াল ১৫টিতে।
গতকাল বুধবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) ডেপুটি রেজিস্ট্রার মো. জিল্লুর রহমান।
গত মাসের ২৬ জুন ডিপিডিটির সভায় পণ্যগুলোর জিআই অনুমোদন দেওয়া হয়।
ডিপিডিটি সূত্রে জানা গেছে, দেশে সর্বপ্রথম জিআই সনদ পায় জামদানি শাড়ি। এরপর ইলিশ মাছ, ক্ষীরশাপাতি আম, মসলিন কাপড়, বাগদা চিংড়ি, কালিজিরা চাল, বিজয়পুরের সাদা মাটি, রাজশাহীর সিল্কের শাড়ি, রংপুরের শতরঞ্জি ম্যাট, দিনাজপুরের কাটারিভোগ চাল, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম।