04/22/2025 ১৬০০ বার ভূমিকম্পে কাঁপল আইসল্যান্ড
অনলাইন ডেস্ক
৭ জুলাই ২০২৩ ০৪:৪৮
ইউরোপের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলের দেশ আইসল্যান্ডে এক দিনে ১ হাজার ৬০০ বার মৃদু ভূমিকম্প হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির রাজধানী রেইকিভেকে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এসব মৃদু ভূমিকম্পের মধ্যে মাত্র চারটির মাত্রা চারের বেশি ছিল। বাকিগুলো আরও কম মাত্রার ছিল। আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) এ তথ্য জানিয়েছে।
আইএমওর তথ্য বলছে, এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে ফাগরাদশপিয়াচ পাহাড়ের নিচে। ফাগরাদশপিয়াচ একটি আগ্নেয়গিরির ওপর অবস্থিত।
এত বেশিসংখ্যক ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গিরণ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও লাভার উদ্গিরণ দেখা যায়নি।