04/22/2025 কংগ্রেসের জাতীয় ছাত্র ইউনিয়নের ইনচার্জ কানাইয়া কুমার
অনলাইন ডেস্ক
৭ জুলাই ২০২৩ ০৫:০৮
গুঞ্জন ছিল রাহুল গান্ধীর হাত ধরে সিপিআই ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সভাপতি কানহাইয়া কুমারকে বড় দায়িত্ব দিতে চলেছে কংগ্রেসের হাই কমান্ড। গুঞ্জন সত্যি করে অবশেষে কানহাইয়াকে কংগ্রেসের জাতীয় ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’র (এনএসইউআই) ইনচার্জ হিসেবে নিযুক্ত করল জাতীয় কংগ্রেস।
বৃহস্পতিবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এক বিবৃতিতে এ তথ্য জানায়।
দুই লাইনের ছোট্ট বিবৃতিতে বেনুগোপাল বলেন, ‘কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে কানহাইয়া কুমারকে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার ইনচার্জ হিসেবে নিযুক্ত করেছেন।’
সূত্রের খবর, ‘টুকরে টুকরে গ্যাং’র সদস্য হিসেবে খ্যাত বাম নেতা কানাইয়ার কংগ্রেসে যোগদানের সময়ই কিছু প্রবীণ কংগ্রেস নেতার আপত্তি ছিল। কিন্তু রাহুল তা কানে তোলেননি।