04/19/2025 ঢাকার বাইরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
অনলাইন ডেস্ক
৮ জুলাই ২০২৩ ১৬:৩৫
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো একজন রোগী মারা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১৮২ জন। গত এক সপ্তাহে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪২৮ জন। আগের সপ্তাহে ঢাকার বাইরে আক্রান্ত ছিল ৪৫৫ জন।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেড়েছে তিন গুণ।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত তথ্য বিশ্লেষণ করে আরো দেখা গেছে, এই সময়ে ঢাকায় ডেঙ্গু রোগী বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, আগামী মাস আগস্টে পরিস্থিতি আরো উদ্বেগজনক হতে পারে। তাই কারিগরি কমিটি গঠন করে সমন্বিত উদ্যোগ না নিলে একদিকে যেমন হাসপাতালে রোগীর চাপ বাড়বে, অন্যদিকে মৃত্যু আরো বেড়ে যেতে পারে।